তোমায় নিয়ে

মহুয়া রায়
3.9 রেটিং
2951 পাঠক
রেটিং দিন
[মোট : 7 , গড়ে : 3.9]

পাঠকদের পছন্দ

উড়ছে উড়ুক স্বপ্নগুলো
     বলছে কথা ইচ্ছেগুলো,
তোমার আমার আবেগ মোড়া
     ভালোবাসা দিচ্ছে সাড়া।

মিষ্টি ঝগড়া হচ্ছে হোক
    সঙ্গটাই যে সঙ্গী হোক,
আমাদের এই রসায়নে
    পাগল মন, মাতাল হোক।
ইচ্ছেগুলো বাঁচতে চাই
    ক্লান্ত শরীরে ভিজতে চাই,
তোমার পরশ স্নিগ্ধতায়
    সব না পাওয়া, ভুলতে চাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল