উজানভাটা

প্রত্যূষ রায়
5 রেটিং
2314 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

হেমন্তের সোনা ঝরা রোদ
তখন মাঠে ঘাটে,
আকাশের কোলে
মেঘেদের পারাপার চলছে।
মনে তখন আনকোরা বৃষ্টি;
মন ভিজছে,চিন্তা ভিজছে-
বাধা গতে চোখ ভিজছে,
ফুরিয়ে আসছে সময়;
ফোনের আলো নিভু নিভু।
কবিতার গন্ধ-
আশকারা দিয়েই যাচ্ছে।
মনের কালশিটে ফিকে হচ্ছে,
গানের সুরে তখন
বাতাসে বসন্ত ভেসে গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল