বিষণ্ণ স্বাধীনতা

দিলীপ কুমার খাটুয়া
5 রেটিং
674 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

অনেক লড়াই দাঙ্গা, অনেক বলিদান,
অনেক রক্তস্রোত, অনেক কান্না ঘাম,
লৌহ কারার কপাট ভেঙে রাজপথে
তরুন স্বপেরা হেঁটেছিল জয়োল্লাসে।
সংহতি মিছিলে উঠেছিল মুক্তির গান,
একপেট অন্ন একফাঁক ঘুমের আশায়।

অন্তহীন অভিযানে ঘুরেছে বছর মাস,
পতাকা পাল্টেছে রূপ পথে প্রান্তরে।
সূর্যের ৳তাপ ক্রমশ ম্লান, অবসন্ন দেহ
আশ্রয় খুঁজে রাস্তায়, তৃষ্ণায় কণ্ঠ ক্ষীণ।
সন্ধ্যায় প্রসাদ বিলি মন্দিরে মসজিদে,
হাভাতের ভীড় ঠেলাঠেলি লাঠালাঠি।

পথও আজ অসহায় উদ্যত মহামারী,
গাঢ় অন্ধকারে আখের গোছাতে ব্যস্ত
জাতের কাণ্ডারী। হাসি মুখে যাদুমন্ত্র,
“সামলে চল ভাই, সামনে সুখপাখি।”
বাঁচার আকাঙ্ক্ষা ভূলায় নীতি আদর্শ,
বিষণ্ণ স্বাধীনতা ঝুলে মন্দির শিখরে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

  • DEBKANTA PRAMANICK August 17, 2020 at 2:47 pm

    Awesome 👌

  • নতুন প্রকাশিত

    হোম
    শ্রেণী
    লিখুন
    প্রোফাইল