স্বাধীনতা মানে বুজরুকি
স্বাধীনতা মানে ফাঁকি
তিয়াত্তর বছরে তুমি কী দিয়েছো স্বাধীনতা
জানি না শোষণ আর বঞ্চনা এখনো কতোটা বাকি
।।
তোমার স্বাধীনতায় বড়োলোক হয় আরো বড়োলোক
গরিবের যায় না গরিবানা
তোমার স্বাধীনতা মানে শ্রমিকের অধিকার লুট
এ স্বাধীনতায় বন্ধ হয়ে যায় মালিকের কল কারখানা ।।
এ স্বাধীনতায় সরকারি সংস্থা নিলামে ওঠে প্রতিদিন
এখানে বন্ধু শত্রু হয় পরস্পর
দেশের নাগরিক হয়ে যায় বেনাগরিক
এ স্বাধীনতা পরাধীনতার নামান্তর ।।
এ স্বাধীনতায় দেশের কালো টাকা জমা হয় বিদেশী ব্যাঙ্কে
নেতাদের পকেটে লুটের টাকা
নেতারা চম্পট দেয় বিদেশ বিভূইয়ে
এ স্বাধীনতা স্বাধীনতা নয়, আসলে এ স্বাধীনতা ফাঁকা ।।
এ স্বাধীনতার জন্যে প্রাণ দেন নি নেতাজী বিনয় বাদল দীনেশ
ক্ষুদিরাম প্রফুল্ল চাকী গলায় পরেন ফাঁসির দড়ি
এ স্বাধীনতা বিশ্বাসঘাতক
এসো লড়াই করি, লড়াই করে নতুন দেশ গড়ি ।।