যম নচিকেতা এবং

অশোক ভট্টাচার্য
0 রেটিং
583 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

সারাদিন শব্দজব্দ খেলা।
এলাডিং বেলাডিং সই লো…
কিসের খবর আইলো?
তবু খবর আসেনা আর রঙিন গ্রিটিংসে কোনো সুগন্ধি খামের আড়ালে…
হেমন্তের ফুরিয়ে যাওয়া বিকালে।
সারাদিন মেসেজের ডিজিটাল মেলা
কেবল শব্দজব্দ খেলা।

তবুও তো কোনো
নদীর চোখে একদিন
পৃথিবীর সব চেয়ে দুখি মানুষ
পৃথিবীর বুকে
পৃথিবীর প্রেম গায়ে মাখবে বলে
পৃথিবীতেই ফিরে আসতে চায় বারম্বার ;
স্বপ্ন দ্যাখে হেরে যাবার।

মুহূর্তে নাগরিক ডাস্টার
মুছে দেবে
যা কিছু নাভীমূলের মতো মরণের পরেও অক্ষয় অজেয়…
তা জেনেও নিশিযাপন অহর্নিশঃ
মেট্রোসেক্সচুয়াল যক্ষপুরীতে
তুমিই আমার রঞ্জন,
তুমিই সাধের নন্দিনী,
তুমিই সেই বিষক্ষয়ি বিষ

ছবি সৌজন্য: গুগল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল