প্যান্ডেলের কারিগর—
কোথা যে তার ঘর??
কে আপন কেবা পর–
জানে না এই শহর!!!
প্যান্ডেলের কারিগর—
স্ত্রী সংসার পরিবার,
ছেড়ে থাকে মাস-ভর,
কেউ কি নেয় তার খবর!!!
প্যান্ডেলের কারিগর—
অবুঝপনা কেন তোর?
তাড়াতাড়ি শেষ কর্–
পূজা যে কদিন পর।।
প্যান্ডেলের কারিগর—
পেতে হবে পুরস্কার—
আগে তাই কাজ কর,
নাওয়া খাওয়া তারপর।।
প্যান্ডেলের কারিগর—
জানো?কি খায় সে দিনভর!!
ভাতডাল আলু-ভর্তা আর–
জল,—খাবার রোজকার।।
প্যান্ডেলের কারিগর—
মাংস,পোলাও আর—
মাছ,—জোটে না তার—
শুধু যে জোটে ধিক্কার!!!
প্যান্ডেলের কারিগর—
কখনো বা জোটে তার,
মাংস বা বিদেশী খাবার—
দেয় যে দাদারা পাড়ার।।
প্যান্ডেলের কারিগর—
পরিশ্রম জীবন-ভর—
কিই বা আয় হয় তোর,
বেশি তো পায় (প্যান্ডেল)কন্ট্রাক্টর!!!
প্যান্ডেলের কারিগর—
যা ফিরে তোর ঘর,
পূজোয় মাতছে এ শহর—
কে আর এখন রাখবে—
—————-তোর খবর..????
কনিকা দত্ত।।
চিত্র সৌজন্য : গুগল