বৃষ্টি

শান্তনু দাস
5 রেটিং
907 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

তোর জন্য আকাশ কাঁদে
আর হাজারটা ক্যানভাস,
আমার মনের বৃষ্টি
তুই কেন চলে যাস?

তোর জন্য মিষ্টি হাসি
আর শুন্য বাইপাস,
আমার মনের বৃষ্টি
তুই কেন চলে যাস?

আমার জন্য পারবি হতে
একটু সেলফিস?
তোর বৃষ্টিভেজা মন
আমায় একটুখানি দিস।


আমার মনের বৃষ্টি
আমার মনেই থাক,
বাকি সব বৃষ্টিরা
যেখানে যাবে যাক।

চিত্র সৌজন্য : গুগল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল