মায়ের ডাকে

কৃপাণ মৈত্র
0 রেটিং
843 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

মেঘের বুকে সূর্য হাসে 

হাসে শশি তারা 

কাশের বনে লাগলো মাতন

 ভাঙলো বাঁধন কারা।

 পড়ার ঘরে খিল পড়েছে

 মা আসছেন ঘরে

 বছর ঘুরে আনন্দ গান 

কার সাধ্যি ধরে ।

শিথিল শিউলি শতদলে

 সাজবে মায়ের ঘর

 আজ দূরে নয় সবাই নিকট

 ভুলে আপন পর।


চিত্র সৌজন্য : গুগল


আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল