মা যখন পর

আভেরী চৌধুরী
3.4 রেটিং
886 পাঠক
রেটিং দিন
[মোট : 5 , গড়ে : 3.4]

পাঠকদের পছন্দ


শরতে আজ সাদা মেঘে মায়ের আগমন,

আনন্দেতে মন যে আজ বড়ই উচাটন।

বহুদূরে সীমান্তে রোজই তারা দাঁড়ায়,

দেশরক্ষায় সদা ব্যস্ত, সশস্ত্র পাহারায়।

সকল পূজা তাদের কাছে একই মূল্য পায়,

দিন গুজরান হয় যাদের চিঠির অপেক্ষায়!

যখন সবাই পুজোর আনন্দে করছে মাতামাতি,

শহর যখন উঠছে আজ সেজে রাতারাতি,

বস্তির মেয়ে উমার তখন শুধুই পেটের দায়,

কয়েক বাড়ি রান্নার কাজ একাই সামলায়।

মা কেন আমাদের শুধু? ওদের কেন পর?

সমাজটা সেই রয়েই গেল দারিদ্র্য জর্জর।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল