গর্ভে যারা কন্যা সন্তান মারছে দিন রাত
দূর্গা পুজোয় প্যান্ডেলেতে তাঁরাই দিচ্ছে সাথ।
নিজের হাতে দূর্গামার মূর্তি গড়ছে যারা
সেই হাতেই স্ত্রীর গায়ে হাত তুলছে তারা ।
দূর্গামায়ের অসুর বধের কত গল্প শোনায়
তারাই আবার ঘরের মেয়েকে বন্দি থাকতে শেখায় ।
দূর্গা মায়ের অসুর বধে কত খুশি হয়
তারাই আবার নারী বলে শত দুঃখ শয়।
বছর বছর পুজো আসে আবার চলে যায়
মানুষ রূপী কত অসুর, তাই মাকে আবার আসতে হয় ।
✍✍✍✍পদ্মা
চিত্র সৌজন্য : গুগল