জলছবি

তনুশ্রী মণ্ডল
0 রেটিং
564 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

টালির ছাদ থেকে জল 

চুঁইয়ে পড়ার আগে অবধি

চলো একটু বেঁচে নিই।

জলমগ্ন আষাঢ়ের গন্ধ

কাদামাটি পাঁক গায়ে মেখে

ব্যাঙাচি হই চলো।

যখন ঝমঝম বৃষ্টি 

আটপৌরে বউ পুকুরঘাটে

তুমি আমি জাপটে ধরেে

জলে কিলবিল সাঁতার দিই।

কিংবা ধরো কাকভেজা এক দুপুরে

জল টলমল কচুপাতায়

মুক্ত খুঁজি একসাথে।

কিংবা ধরো সদ্য রোয়া

ধানের ক্ষেতে আলের পাশে

ঠোঁট ছুঁয়ে দাও হঠাৎ এ

কিংবা ধরো রথের মেলায়

ভীষণ রকম ভিড় যখন

গরম তোমার নিশ্বাসে।

তোমার বাড়ির চিলেকোঠা

আর আমার বাড়ির উঠোনে

বেশি কিছু নয়,এক্কা দোক্কা,

চু কিৎকিৎ,কুমীর ডাঙা যাপনে।

এমন কোরেই কিছু বছর

বাঁচার পরেই হঠাৎ দেখি

ফাটল ক্রমে বেড়ে ই চলে

জল থইথই সারা ঘরে

ভাসিনি আর তুমি আমি

ধীরে ধীরে ডুবেই চলি

আমৃত্যু এক শাসনে।


চিত্র সৌজন্য : গুগল


আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল