বিষন্ন মেঘে ঢেকে যাওয়া একটা নীরব আকাশ
আমি মোড়ের মাথায় দাড়িয়ে
সামনে বিশাল গর্জন করা কোনো এক রাজনৈতিক দলের মিছিলের কোলাহল কে সিগারেটের ধোয়ায় ছড়িয়ে দিচ্ছি অন্তহীন শূন্যের দিকে
গোলাপি পোশাক, গালে গোলাপি আভা তুমিও তখন মিছিলের ভিড়ে আটকে মুঠো ফোনে কাকে যেনো অধৈর্য নির্দেশ দিতে ব্যস্ত
কাঙালের মত চোখের দৃষ্টি আটকে ওই গোলাপি আভায়
ফেসবুক এ দেখা ছবিটার চেয়েও মায়াবী তুমি
আমার কান থেকে হারিয়ে যাচ্ছে সব কোলাহল,রাস্তা তখন শূন্য
তুমি ফিরে তাকালে আমার দিকে হাতের ইশারায় ডাকলে আমায়
মন্ত্র মুগ্ধের মত এগিয়ে গেলাম আমি, টুকি টাকি কথায় আমার খেই হারানো ভাবটা লোকানো গেলনা কিছুতেই….
সাহসে ভর করে তোমায় ভালোবাসি সেটা আর বলা হয়নি আমার
কারণ বুঝলাম মুঠো ফোনের ওপাশে বসে থাকা মানুষটা সেই জায়গাটা দখল করে নিয়েছে আগেই
ভূমিহীন এক কৃষকের মতো দেনার দায় মাথায় নিয়ে ধীরে ধীরে সরে আসলাম,শ্যাওলা আজ জমবেনা আমার শরীরে??
মিছিল শেষ সিদুরে আকাশকে সাক্ষী করে তুমি এগিয়ে যাচ্ছ নাগরিক কোলাহলে,তোমার প্রিয়তমর সাক্ষাতের খোঁজে
আর জীবনের শেষ আলোটাকে মিলিয়ে যেতে দেখে আমি ধরছি অন্তহীন বেকারত্বের পথ,সঙ্গী একটা জ্বলন্ত সিগারেট আর মৃত্যুকালীন স্তব্ধতা….
সাগ্নিক দাস