কোন্ পথে চলেছ তুমি
কোথায় তোমার গন্তব্য
সত্যের পথে এক পা ফেল তুমি
আর এক পা ন্যায়ের পথে
অপেক্ষা না হয় করব আমি
পথ চেয়ে তোমার থাকব
পিছু ফিরে তাকিও না যেন কখন
সকল যুদ্ধ জয় করে ফিরে এসো
ধর্মের পথে চল তুমি
সততা হোক তোমার অহংকার
শত্রু দের বিনাশ কর তু
দোষী যেন তোমার হাতে সাজা পায়
দেশ কে তুমি ভালবাসতে শেখো
সমাজ ই হোক তোমার পরিবার
অন্যায়ের সঙ্গে আপোষ করো না কখন
দৃঢ়তাই হোক তোমার প্রথম পরিচয় …