ছোটবেলার একটা গল্প বলি শোনো….
“এক দেশে এক রাজা ছিলো,
আর ছিলো এক রাজপুত্তুর
পক্ষীরাজের পিঠে চেপে,
বন পেরিয়ে নদ পেরিয়ে
রাজার ছেলে হাজির হলো অচিনপুরে গিয়ে
হেথায় গিয়ে দোত্তি মেরে,রাজ কন্যের ঘুম ভাঙ্গালো সোনার কাঠি দিয়ে ।“
“তার পরে কি মা?”…
শিশুমনের প্রশ্ন শুনে
ক্লান্তি মাখা হাত বুলিয়ে
ঘুম তাড়ালো চোখের কোণে
নরম কোলে শুয়ে শুয়ে
চাঁদের বুড়ি, শুক ও শারি
আবার শুরু একটু থেমে
গল্প টা মনে পড়ছে ?
কেমন যেন চেনা চেনা, শোনা শোনা
অনেক দূর চলে এসেছি নাহ্?
সেই বারান্দা থেকে, সেই উঠোন থেকে
পেছন ফিরে তাকিয়ে দেখি, যায়না দেখা
পথটা যে গিয়েছে বেঁকে
বিদেশ গিয়ে, লক্ষ্মী নিয়ে
ঘর করলাম সাগর পাড়ে
চলার পথে ভুলেই গেলাম
আর এক নারীর টান
অশ্রু মাখা ঝাপসা চোখে
ডাকছে সে যে আজও তারে
“আয় রে মানিক লক্ষ্মী আমার,
শোনাই তোরে চুপটি করে.. সেই ছোট্ট বেলার গান“