হরিদ্বার গিয়েছ কখনো?
স্নিগ্ধ মন্ত্রের মতো সন্ধ্যা নেমে
থমকে থাকে কখন
আশাবরীর সুরের মতো নরম দুটো হাত ভাসিয়ে দেবে
…প্রদীপের ডালা।
আমার কোলকাতাও বসে থাকে
বৃষ্টিভেজা ফ্লাইওভার-বিরল প্রজাতির মেসবাড়ী
হিং – এর গন্ধে ডোবা বাসস্টপ
গায়ত্রী মন্ত্রের মতো জপে চলে
হাওড়া- বাকরা- নয়াবাজ
বেহালা- পূর্বাশা- চৌরাস্তা।
তে’তলার কুলুঙ্গিতে টিমটিম করে জ্বলা পিদিম
কখন, কোন্ ঘাটে এসে ঠ্যাকে
কোলকাতাও বসে থাকে
ঝিমুতে থাকা মেসবাড়ীর খিলানে ঠেস মেরে।
এই ভর সন্ধ্যাতেই বেজে ওঠে
দরবারী কানাড়ার ছররা…;
হাওড়া- বাকরা- নয়াবাজ
শিবপুর- রামরাজাতলা।
কে জানে কোন্ পিদিম
কখন,কোথায় জেগে ওঠে!
আমার কোলকাতা
ভর সন্ধ্যাতেই নিশিজাগে।