বোধন

লিপিকা (শ্রীতমা) দেবনাথ
0 রেটিং
1181 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

আজ বোধনের শিহরণ…

 তোমার নতুন করে দিল হরণ

__   জানবি কি করে…?

আমায় ভালো না বাসলে…

__এতো বলতে হয় না কি..

__প্রথম প্রেম তোর সাথে

আগামী প্রেম ও তোর সাথে..

 সব প্রেম শুধু তোর সাথেই…

__পারবি তো আমায় আগলে

 রাখতে সারাজীবন…

__পারবো খুব পারবো…

  একবার ।

হাত টা আমার ধর…

__আমি থাকবো শুধু ই তার…

__মন্ডপে আমায় অচেনা করিস না.. বড্ড মন খারাপ করে…

__বেশ, আজ হাতটা রাখিস হাতে

   দেখবো সাহস কতো আছে?

__এমন বলিস না..

   দূর থেকেই দেখিস আমায়

 মন উজার করে…

__তাতেই খুশি আমি…

__আমার ভালোবাসা যে খুব দামী…

__কথা গুলো জড়ো করে

   আমার শহর আলতো করে…

    __তুমি আজ কতো দূরে

       স্মৃতির শহর থেকে…

      আমি বাঁচি তোমার বিরহ অন্তরে বারে বারে…

__বোধন আমার মন পোড়ায়

    তোমার কথাই মনে করায়…

       ✍শ্রীতমা

চিত্র সৌজন্য : গুগল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল