আজকে যখন হুরমুড়িয়ে বৃষ্টি এলো! এক ছুটটে পৌঁছে গেলাম চিলেকোঠায় বৃষ্টি ফোঁটা ঝড়ো হওয়ায় এলোমেলো প্রশ্ন করলো, এই মেয়ে! তোর বন্ধু কোথায়?
সেই গাছটাও তাকিয়ে ছিল আমার দিকে
আমার কাছেই খবর পাবে ভাবছে বুঝি
প্রশ্ন শুনে মুখটা আমার পানসে ফিকে
দৌড়ে গিয়ে বৃষ্টি জলেই আড়াল খুঁজি।
বৃষ্টি বোধয় বুঝলো কিছু, চোখের ভাষায়
দমকা হাওয়াও ভিজিয়ে আমায় করলো আদর
মনটা আমার শিরশিরিয়ে ঠান্ডা হওয়ায়
জড়িয়ে নিলো বৃষ্টি জলের মায়ার চাদর।
একটু পরেই চাদর খানা পড়লো খসে
বৃষ্টি যখন ফিরলো আবার মেঘের বাড়ি
আদর গুলো সঙ্গে নিয়ে নীল আকাশে
অন্য কোনো মন ভেজাতে দিলো পাড়ি।
অসাধারণ