জলছবি খেলা করে নদীর ধারে নদী গান ধরে অন্ধকারে সেতারের বীণ বাজে হাওয়ায় হাওয়ায় রঙিন বলয়ে কোরিওগ্রাফি মশাল মিছিলে প্রতিবাদ এঁকে যায় শুধু কয়েকটুকরে আগুন শ্মশান জাগে নদীর বুকে আছড়ে পড়ে রক্তভেজা কাকভোরে দিন বদলের গান হবে বলে… ————–
রেটিং ও কমেন্টস জন্য
Name
Email
অসাধারণ।
অসাধারণ।