দিন বদলের গান

অশোক ভট্টাচার্য
0 রেটিং
2863 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

জলছবি খেলা করে নদীর ধারে
নদী গান ধরে অন্ধকারে

সেতারের বীণ বাজে হাওয়ায় হাওয়ায়
রঙিন বলয়ে কোরিওগ্রাফি
মশাল মিছিলে প্রতিবাদ এঁকে যায়

শুধু
কয়েকটুকরে আগুন শ্মশান জাগে
নদীর বুকে আছড়ে পড়ে
রক্তভেজা কাকভোরে
দিন বদলের গান হবে বলে…
      ————–

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

  • Niloy October 31, 2018 at 12:23 pm

    অসাধারণ।

  • নতুন প্রকাশিত

    হোম
    শ্রেণী
    লিখুন
    প্রোফাইল