এই দেশে ছেলে নেই, মারাদোনা পেলে নেই
নেই মেসি, নেইমার;
এলেবেলে খেলা জোটে, মুখে যত খই ফোটে;
আমরা নিয়েছি মেনে ভাগ্যের সেই মার।
আরো কত কী জানো রোনাল্ডো জিদানও
নেই কাকা, রোনাল্ডিনহো;
ঘরে ঘরে ভাত নেই, দিন নেই রাত নেই;
ম্লান মুখে লেগে আছে অভাবের চিহ্ন।
ফুটবলে ঠাঁই নেই, মাঠে মাঠে ভাই নেই
পাশে নেই সরকার।
হুল্লোড়ে নাচে দেশ, ভক্তের নেই শেষ
মাঝরাত্তিরে তাই মেসি-মায়া দরকার।
ফুটবলে ঘোরে সে কী পায়েরই জাদু দেখি
উল্লাসে ভরপুর।
আমাদের ইচ্ছেকে রূপটান দিচ্ছে কে?
স্বপ্নগুলো আর করো নাকো কর্পূর।
খুব সুন্দর
ভালো