অন্য চোখে পুজো

দেবপ্রতিম পট্টনায়ক
0 রেটিং
912 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

ঝড়ের কবলে পড়ে মনমরা আজ চেনা শরৎের স্নিগ্ধ বিকেল গুলো।

প্রেমিকের মন উদাস;নতুন সাজে প্রিয়তমাকে চোখে হারানোর সুজোগ হাতছাড়া হওয়ায়। 

এক কবিও উদাস বসে আছে জানালার পাশে হেলান দিয়ে,মনে হাজার বেনামী চিন্তার ভিড়।ভেজা আবেগ গুলোর ভারে ভারাক্রান্ত হৃদয়ে তার এলোমেলো শব্দের নিঃশব্দ বিপ্লব সৃষ্টির মাদকতায়।

এক বধূ যন্ত্রের মতো কাজ করে চলেছে সকাল থেকে।ননদ,জ্যা সবাই এসেছে শহরে পরিবার নিয়ে;কোলকাতার পূজো দেখবে বলে।নিজের ছেলেটাকে কোনোমতে নতুন জামা পরিয়ে বাড়ির সবার সাথে পূজো দেখতে পাঠিয়ে,শুরু হয় আবার রাতের খাওয়ার আয়োজন।মাঝে শুধু একবার পাড়ার হলুদ আলোয় নিজের মেয়েবেলার আবছা স্মৃতি ভেসে আসা;ব্যাস ওই টুকুই।

এক স্বামী দোকান দিয়েছে প্যাণ্ডেলের সামনে,অনেক ঝামেলা নিয়ম পেরিয়ে। ঝড়-বাদলার বাজারে লাভ হয়নি ভালো।খদ্দের হীন দোকানে বসে ভাবছে বউটার কথা;শাড়িটা আজও কেনা হবে না হয়তো।

এক অনাথ আশ্রম, আর এক বৃদ্ধাশ্রম পাশাপাশি দাঁড়িয়ে। পূজোর আগে অনেক অচেনার ভিড়;সবাই বলে ওরা নাকি সব সমাজ সেবী, কত কত জিনিস আনে,কেউ কেউ আবার ঠাকুর দেখাতেও নিয়ে যায়;কিন্তু ওই অচেনা ভালোবাসার স্পর্শে মন কেন বারবার খোঁজে একটা চেনা স্পর্শ? 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল