পার্ক সার্কাস, চ্যাপলিন স্কোয়ার, বহরমপুর, এরকম নানা জায়গায় নয়া নাগরিকত্ব আইন, এনআরসি বিরোধী আন্দোলন শুরুর বেশ খানিকটা আগে থেকেই বিষয়টা নিয়ে নাড়াচাড় শুরু হয়েছিল কলকাতার বৌদ্ধিক মহলে। ফেসবুকে হাতে গোনা কয়েকটা গ্রুপ তৈরি হয়েছিল আসাম এনআরসি প্রক্রিয়া শুরুর সময়ে। পরে এরকম গোষ্ঠীর সংখ্যা বাড়তে থাকে। এরকম গোষ্ঠীর তরফে মিছিল-সভাও ডাকা হয়। তবে এসব নিয়ে লেখালিখির কাজ বেশ কিছুটা আগে থেকেই চলছে। কলকাতা বইমেলায় লিটল ম্যাগাজিন ও ছোট প্রকাশনা সংস্থার অনেকেই এই উদ্যোগে শামিল ছিল, হয়েছে। তার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে কলকাতা বইমেলায়।
কালধ্বনি পত্রিকার সাম্প্রতিক সংখ্যা সহ তিন থেকে চারটি সংখ্যায় নাগরিকত্ব, অভিবাসন নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন লেখার সমাহার। সাম্প্রতিকতম সংখ্যায় সম্পাদক প্রশান্ত চট্টোপাধ্যায়ের লেখা তো আছেই, ঠিক এক বছর আগের সংখ্যায় শুভপ্রসাদ নন্দী মজুমদার ও সুজাত ভদ্রের এ সম্পর্কিত লেখা রয়েছে। সেপ্টেম্বর ২০১৮ সংখ্যায় পাওয়া যাবে হীরেণ বরগোহাঁঞিয়ের লেখা।