স্বাধীনতা তুমি

অর্পণ (শঙ্খচিল) ভট্টাচার্য্য
5 রেটিং
1690 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

স্বাধীনতা তুমি, 
নজরুলের বিদ্রোহী কবিতা, 
স্বাধীনতা তুমি, 
বাংলা মায়ের রক্তাক্ত ছবিটা,
স্বাধীনতা তুমি, 
ছাত্র কণ্ঠে স্লোগান , 
স্বাধীনতা তুমি, 
দুর্নীতিতে চ্যাম্পিয়ন, 
স্বাধীনতা তুমি, 
নেতা নেত্রীর মিথ্যা বানী,
স্বাধীনতা তুমি,
বেকার যুবকের আত্মগ্লানি,
স্বাধীনতা তুমি,
বংশের অধীকার,
স্বাধীনতা তুমি 
সংস্কারের নামে নব্য রাজাকার, 
স্বাধীনতা তুমি, 
রাজ্য হাতে বন্দী,
স্বাধীনতা তুমি, 
দালালের সর্বনাশের সন্ধি,
স্বাধীনতা তুমি, 
উন্নয়নের জোয়ারে ভাসমান,
স্বাধীনতা তুমি 
মহাসড়কে ঝরা তাজা প্রাণ,
তবুও ধন্য আমি ধন্য,
স্বাধীনতা শুধু তোমার জন্য।।

©️শঙ্খচিল

গাজর,মুলা, কাঁচা ডাল,পুদিনা পাতা দিয়ে তৈরি সুস্থ থাকার অঙ্গীকার বদ্ধ ডিশ সকলের জন্য.. 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল