জড়িয়ে আছো লতায় পাতায়,-
ছাতিম তলায় – মাঠে,
জড়িয়ে আছো গানের সুরে,-
কোপাই নদীর বাঁকে।
জড়িয়ে আছো, লাল মাটিতে
আজও বকুলতলায়;
দাগ কেটে যাও বালক মনে,
তাদের হাসি খেলায়।
তোমার সে স্থান শান্ত বড়,
সময় যেন স্থির,
বটের ছায়ায়, বাঁশির সুরে
ঋষিকবির নীড়।।
স্থান- বকুলতলা, শান্তিনিকেতন