রিভিউ : ABHAY

প্রসূন রঞ্জন দাসগুপ্ত
4.8 রেটিং
1377 পাঠক
রেটিং দিন
[মোট : 4 , গড়ে : 4.8]

পাঠকদের পছন্দ

এই রিভিউ টি পড়ার আগে দেখুন তো এই টার্ম গুলোর সঙ্গে আপনি পরিচিত কিনা ? Cannibalism, Sadism, Necrophilia, Sociopath, Incest, Asphyxia, Genocide.  কি খটমট লাগছে ? পরিষ্কার করে দিই, Cannibalism মানে হল নরখাদক, Sadism হল ধর্ষকাম, Necrophilia হল শবদেহের সঙ্গে যৌনাচার, Sociopath হল এক বিবেকহীন অনুভূতিহীন হিংস্র ব্যাক্তি, Incest মানে হল রক্তের সম্পর্কের মধ্যে যৌনাচার, Asphyxia হল শ্বাসরোধ করে মৃত্যু এবং Genocide হল গনহত্যা। ভাবতেই কেমন গায়ে কাঁটা দিচ্ছে না ? এই সকল ভয়ঙ্কর সব অপরাধ ও তার কিনারা নিয়ে ZEE5 নিয়ে এসেছে রোমহর্ষক ক্রাইম-থ্রিলার “ABHAY”. সর্বোপরি আপনাকে যে ব্যপারটা সবচেয়ে বেশী নাড়া দেবে সেটি হল সবকটি ঘটনাই সত্য ঘটনা অবলম্বনে। এই ওয়েব সিরিজটি দেখলে আপনি ভাববেন মানুষ কোথায় নামতে পারে। তবে অন্যান্য ক্রাইম-থ্রিলার যেমন CID, CRIME PETROL এর থেকে এর একটা পার্থক্য আছে  যে এখানে জোর দেওয়া হয়েছে অপরাধের ভয়াবহতার ওপর, রহস্য সমাধানের ওপর নয়, আপনার মনে হতে পারে, এরকম ভয়ঙ্কর অপরাধের কি সহজেই কিনারা হয়ে গেল, কিন্তু এটাই এই সিরিজের USP. লিড রোলে কুনাল খেমু অসাধারন, এবং সহ অভিনেতা দের কাজ এবং আবহসঙ্গীত ও প্রশংসনীয়। তো থ্রিলার প্রেমিরা আর দেরি কেন? তাড়াতাড়ি দেখে ফেলুন “ABHAY”. ভাল লাগলে এই পোস্টে কমেন্ট দিতে ভুলবেন না যেন। আপনাদের কাছে আবার আসবো এরকম নিত্য নতুন রিভিউ নিয়ে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল