ছেলেটি – মেয়েটি

সাগ্নিক দাস
5 রেটিং
1168 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

কেমন আছো ?
যেমন থাকার কথা ছিল।
চাকরী করছো?
হ্যাঁ বড় চাকরি! দুবেলা খাই আর ঘুমাই।
ভাগ্যিস ছেড়ে এসেছিলাম, তোমায়, না হলে জীবনটাই বরবাদ হয়ে যেত।
বলেছিলাম তো তোমায় প্রথম দিনই যে জীবনের কোন নিশ্চয়তা নেই।
মনে পড়ে আমায় ?
পরে বৈকি।
গঙ্গার ঘাটে পড়ন্ত বিকেলে সিগারেটের ধোঁয়ায় ফুটে ওঠে তোমার মুখ।
এ বাবা! গঙ্গার ঘাট, ও আমায় ভেনিসের নদীতে ঘুরিয়েছে জানো ?
বিয়ে করেছ?
না: অতো দায়িত্ব নেওয়ার ক্ষমতা কোথায়।
সেই নীল জামা টা পরো এখনও ?
পরি বৈকি, ওটাই তো একমাত্র ভালো জামা পরার মত।
হ্যাঁ, তোমার তো যা পছন্দ।
তারপর সব কেমন চলছে ?
চলে যাচ্ছে, তবে তুমি থাকলে অন্যরকম হতে পারতো।
চলি, ওর বাড়ি ফেরার সময় হয়েছে।
ভালো থেকো, ছেলেটা তার মানিব্যাগ থেকে বার করলো সেদিন দুপুরে বালিশে লেগে থাকা মেয়েটার চুলটা ভাসিয়ে দিল গঙ্গায়।
25 বছর ধরে বয়ে চলা ভালোবাসা টা ভেসে গেল।
দীর্ঘশ্বাস টা মুক্তি পেল
সাগ্নিক

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল