। বন্ধু।
আজকে চলো অন্যরকম গল্প কোনো শোনাই তবে গল্পের স্থান, এই ধরে নাও কাছেপিঠেই কোথাও হবে। সময়? তা হোক যেমন খুশী, তাতে আবার কি যায় আসে…
আজকে চলো অন্যরকম গল্প কোনো শোনাই তবে গল্পের স্থান, এই ধরে নাও কাছেপিঠেই কোথাও হবে। সময়? তা হোক যেমন খুশী, তাতে আবার কি যায় আসে…
পিরিচে যেটুক সুখ পড়ে আছে, সুড়ুৎ সুড়ুৎ করে চেটে নিই চলো। সন্তানের ঘুমন্ত কপালে টুক করে চুমু খেয়ে নিই, বাবা মা’র সাথে ছোটোবেলা ঘুরে আসি…