স্মৃতির পাতায়
পূর্ণিমার আকাশে শুভ্রতার পরসে, একদিন দেখেছিলাম তোকে। প্রেমে পড়েছিলাম সেদিন, ভেসে গিয়েছিলাম শৈবাল সাগরের সেই শীতল স্রোতে। মনে পড়ে তোর, বৃষ্টির মত ছুঁয়েছিলি হাওয়ার তোড়ে,…
পূর্ণিমার আকাশে শুভ্রতার পরসে, একদিন দেখেছিলাম তোকে। প্রেমে পড়েছিলাম সেদিন, ভেসে গিয়েছিলাম শৈবাল সাগরের সেই শীতল স্রোতে। মনে পড়ে তোর, বৃষ্টির মত ছুঁয়েছিলি হাওয়ার তোড়ে,…
উড়ছে উড়ুক স্বপ্নগুলো বলছে কথা ইচ্ছেগুলো, তোমার আমার আবেগ মোড়া ভালোবাসা দিচ্ছে সাড়া। মিষ্টি ঝগড়া হচ্ছে হোক সঙ্গটাই যে সঙ্গী হোক, আমাদের এই রসায়নে পাগল…
তোকে ছাড়া আমার সবটা বিলীন বেপরোয়া মধুরাতে তোকে ছাড়া, নই সুখী আমি, একঘেয়ে আলুভাতে, তোকে ছাড়া জীবনটা আমার ধূসর পাণ্ডুলিপি। তোকে ছাড়া, বৃষ্টি এলে, বুকে…
যে বসন্তে থাকতো কোকিলের কুহু টানে মোড়া মাতোয়ারা সকাল, সূর্যের স্নিগ্ধ আলো রাঙা রঙিন বিকেল। যে বসন্তে থাকতো, ঝড়া পাতার মাঝে আমাদের পথ চলা, কাছাকাছি…