কবিতা হে শহীদ মোহন কুমার জানা No Comments ধরণীর অঙ্গে আজওরক্তের গাঢ় দাগ,বিবর্তনের স্রোতেহতে পারেনি ক্ষয়। এখনও বুলেটের শব্দকাঁটাতারের দেশে,এখনও কফিন বন্দী দেহআত্মগৌরবে আসে ঘরে। নিরন্ন প্রাণ মন্বন্তরের দেশেআজও ঘুরে মরে,ক্ষতবিক্ষত নারীর দেহ…