হুগলি জেলার রিষড়ার বাসিন্দা। কৈশোরে ছাত্রজীবন কেটেছে রামকৃষ্ণ মিশনের আধ্যাত্মিকতার আবহে। পরবর্তীকালে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং বর্তমানে ইংরেজীর শিক্ষক। প্রাতিষ্ঠানিক শিক্ষার ফাঁকেই জাপানি ভাষার উপর কিঞ্চিত জ্ঞানার্জন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে। বর্তমানে শিক্ষকতার সাথে সাথেই কলকাতার নাট্যজগতের সাথে যুক্ত। লেখালেখির অভ্যাস ছোট থেকেই। বর্তমানে শিক্ষকতা ও নাট্যচর্চার ব্যস্ততার মাঝেও অবসর পেলেই প্রায়শই হাতে উঠে আসে কলম। তাঁর এই ছোট প্রয়াস যদি পাঠককুলের মনে ধরে, লেখকের কাছে সেটাই পরম প্রাপ্তি।