লেখক রুদ্র প্রসাদ সিনহা মানুষ গড়ার শিক্ষায় শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছেন শৈশব থেকেই আসানসোল রামকৃষ্ণ মিশনে | এরপর পরিসংখ্যান বিষয়ে সাম্মানিক নিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় পথ শেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাকোত্তর পর্ব সম্পূর্ণ করেন | পরবর্তীতে সময় স্বামী বিবেকান্দের ভাবাদর্শ অবলম্বনে ব্যাক্তিত্বের বিকাশ ও নেতৃত্ব বিষয়ে গবেষণা করেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্টিত বিশ্বভারতীর শিক্ষা বিভাগে | বর্তমানে লেখক বিশ্বভারতীর শিক্ষা-সত্রের অধ্যাপক |