বিশ্বাসে আর বিস্ময়ে
বান্ধবীদের কাঁধ ছুঁয়ে
বিকেল গড়ায় বাগবাজারের ঘাট
শান্ত তবু আধেক লীন
শীত জমেছে,বোরোলিন
সন্ধে হলে নতুন রাজ্যপাট
রাস্তা কারো একার নয়
বন্ধুতাতে বাড়ছে ক্ষয়
যে যার খেলায় সকলে সম্রাট!
রুমালদ্বিধায় সব গেল
বদলে নিলেই ওথেলো
বিশ্বাসে কে বুনেছে বিভ্রাট
শীতের প্রকোপ,আঁচ মাখি
হাতের ওপর হাত রাখি
আয় না সবাই, গল্প বানাই আয়নাতে।