পাতায় পাতায় শুধু বর্ণনা আর বর্ণনা,
যার শব্দগুলো সাক্ষী হয় পরজন্মেও,
এক নিবিড়-নিস্তব্ধ জগতে,
বয়ে নিয়ে বেড়ায় এই বাক্য।
এরা প্রতিবাদ করে না,কেবল প্রতিবাদের ভাষা,
এরা কাঁদেনা চিৎকার করে!
তবুও এদের অশ্রু ঝরে পড়ে,
এক নিদারুণ, অদৃশ্য শব্দের বারি হয়ে।
ইতিহাস কী কেবলই কাঁদায়?
এরা বোঝেনা লাঞ্ছনা, বোঝেনা কে গঞ্জনা-
আহা শব্দ! তুমি নিদারুণ সৃষ্টির সবচেয়ে কঠিন যাতনা।
এরা শব্দের শব্দ খোঁজে, বয়ে চলে অনন্তকাল,
শত কালিমা,শত আঘাত পরেও,
শব্দ শব্দের আশ্রয়ে-
চিরটাকাল।।
❤️❤️khub sundor 👍