-: রঙিন চশমা খোলো:-

শুভদীপ মল্লিক
0 রেটিং
784 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

আজ দুপুরে ওই দোকানের সামনে কত ভিড়!

কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ বা হাসে গরগড়িয়ে।

কেউ বা তার হাত উঁচিয়ে, তাকিয়ে থাকে স্থির।

পায়ে কত নতুন জুতো, রঙিন চশমা চোখে।

আজ মনে হয় দিনটা ভালোই, জুটবে খাবার মুখে।

এ বাবুরা । এদিক দেখো।

খাবার একটু দেবে?

নাহয় তোমার অনেক আছে। দিলে একটুও কমবে?

ওরা সবাই অন্ধ নাকি? শুনতেও যেন পায় না!

কখন থেকে ডাকছি, কই, দেখেও তো দেখছে না।

বড্ড খিদে পেয়েছে আমার। একটু কিছু চাই।

চাইনা টাকা, দাওনা খাবার, বাড়ি ফিরে যাই।

আজ সকালেও বাসি রুটিটা, তারপর থেকে জল।

এই খেয়ে কি আর থাকা যায়।

দিবি কিনা বল!

তাড়িয়ে দিলো, লেলিয়ে দিলো ।

চেনা কুকুর, তাই রক্ষে হলো।

হায় রে কপাল ! এভাবেই আমার কি তবে পুজোর শুরু হলো।

রাগ করে কি ভাত পাওয়া যায়, পেটের কি দোষ বলো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল