যদি না ভিতর থেকে জ্বলি… …

Satarupa Mukherjee
0 রেটিং
123 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

“যাক অবসাদ, বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো”… আজ দীপাবলী। আলোর আরাধনা , অথচ এই আরাধনার সূচনা অন্ধকারের হাত ধরে । বৎসরান্তের এই আলোর উৎসবের ডাকটি কি আসলে কি অশুভ বিনাশেরই ডাক ? দীপাবলী কি আলোরই উৎসব ? না কালোর ? অবসাদ , বিষাদ ঘুচিয়ে শুভ ,মঙ্গল ও আলোর আরাধনা , অথচ সে আরাধনা আদপে এক কালো মেয়ের পুজোকে কেন্দ্র করে ? আলো ও কালোর দ্বন্দ্ব কি সবসমই শুভ ও অশুভের দ্বন্দ্ব? সুর ও অসুরের চিরকালীন প্রতিদ্বন্দ্বিতা? তবে কি কালো শুধুই অন্ধকার? শুধুই অশুভের প্রতীক ? অন্ধকার সেই কারণেই আলোর উৎসস্থল , কালো থেকে আলোর দিকে যাত্রাই মানব জীবনের আরাধ্য যাত্রাপথ ? “ অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো , সেই তো তোমার আলো “ বা “ আরো আলো, আরো আলো , মোর নয়নে তুমি ঢালো” , রবীন্দ্র কবিতায় আলোর অবস্থান কালোর ঠিক পাশেই , কালোর অবসান ঘটিয়েই আলোর যাত্রা শুরু, অশুভর বিনাশে শুভর পদক্ষেপ। অন্যদিকে জীবনানন্দের অন্ধকার বিলাসী মনটির কাছে এই কালো অন্যরকম। “ গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত, আমাকে কেন জাগাতে চাও ? “ অন্ধকার তার কাছে অনন্ত মৃত্যুর মত, যার স্তনের ভেতর, যোনির ভেতর মিশে থাকতে চেয়েছেন উনি। অন্ধকার মৃত্যু, অন্ধকার বিষণ্ণতা, অন্ধকার ভয়াল সময়। আলো ও কালোর সাথে এই শুভ ও অশুভের যোগাযোগটির বয়সকাল পূর্বনির্ধারিত নয়। হিন্দু পুরাণ যেখানে বলে আলো জ্ঞানের প্রতীক, অন্ধকার অজ্ঞানতার , বাইবেল অনুযায়ী আলো শুভর প্রতীক , অন্ধকার ইভিল এবং সিন এর । এদের অবস্থান পরস্পরের পাশেই। অথচ প্রাচীন মিশরীয় সভ্যতায় কালোর সাথে যুক্ত ছিল উর্বরতা , শক্তি । যে শক্তি ও উর্বরতার প্রতীক হিসেবেই বৎসরান্তের এই বিশেষ দিনটিতে আমরা সেই কালো মেয়েটির আরাধনাতেই মেতে উঠি যে মেয়েটি অশুভ বিনাশী অনন্ত নারীশক্তির প্রতিমূর্তি । শ্যামা কালো , কিন্তু আর তার পায়ের তলার আলোর নাচন নিছক অন্ধকার অবসানের গল্প শোনায় না , অশুভের বিনাশ আর শুভর জয়ের গল্পও নয় , এ কালো আমাদের অন্তরের নিরন্তর শক্তির উৎস , সেই অন্ধকার যা আমাদের চোখ ফোটায় , অন্তরের চোখে জ্বালিয়ে দেয় প্রজ্ঞানতার আলো , এ সেই ‘darkness’ যা মানুষকে স্পষ্ট দেখতে সাহায্য করে , এমিলি ডিকিনসন বলেছিলেন “ I see thee better in the dark , I do not need a light” এ কালো আত্মার আলো , মর্মের প্রজ্জ্বলিত আলোকশিখা। সারাজীবন আলো না দেখতে পাওয়া মেয়েটির জন্য যখন Langston Hughes লেখেন “She / in the dark/ found light/ brighter than many ever see / She / within herself /found loveliness/ through her souls own mastery … ”
তিনি হেলেন কেলার , অন্ধকারের জগতে এক উজ্জ্বল আলোকবর্তিকা ।
কালো মানে বঞ্চনা , কালো মানে শোষণ , কালো মানে অবহেলা , কালো মানেই আবার শোষকের বিরুদ্ধে গর্জে ওঠা বিশ্বজোড়া প্রতিবাদী মানুষের মিছিল।
তাই আজকের দীপাবলী হোক আলোর নয় , কালোর উৎসব ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল