স্যাঁতসেঁতে মেঘ……
জল নেই আকাশে,
কাঁটা বেঁধে প্রকৃতির বুকে।
নীরবতার অভিশাপ…..
শুকনো কান্নার বাষ্প,
আমার চঞ্চল অস্পষ্ট মুখে।
রাতের স্বপ্ন……
ঘুম নেই চোখে,
ভয়ার্ত অতীতের লীনতাপে।
ঘোলাটে সকাল……
এক চামচ রক্ত,
যেন আমার লেবু চায়ের কাপে।
পোড়া সিগারেট……
ব্যাথা দেয় মনে,
দেখি পাখিটার কুচকুচে কালো পাখনা।
ঝাপসা চোখ……
বন্ধ করিনি,
আজ চশমাটা খোলা থাকনা।
চিত্র সৌজন্য : গুগল