চাপা ছেলেদের সাজসজ্জা

শাব্দিক প্রতিবেদন
0 রেটিং
756 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

এমনিতেই শ্যামলা ত্বকের সঙ্গে যেকোনো পোশাক মানায়। তবে আরও কিছু উপায় জানা থাকলে  নিজেকে বিশেষ ভাবে  উপস্থাপন করা যায় সকলের কাছে।

সাজসজ্জাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে, শ্যামলা ছেলেদের ফ্যাশনের কয়েকটি উপায় এখানে দেওয়া হল। 

শরবত বা হালকা রং: যাদের গায়ের রং শ্যামলা তাদের সঙ্গে শরবতের মতো হালকা যেমন- হলদে লেবু, গুঁড়া নীল, পিচ ইত্যাদি রং বেশ মানিয়ে যায়। সব সময় ব্যবহারের জন্য পোশাকের রং হিসেবে পেস্ট ও শরবতের অন্যান্য রং বেছে নিতে পারেন। এই রংগুলোর কারণে শ্যামলা ত্বক আরও উজ্জ্বল দেখায়। তবে খেয়াল রাখতে হবে যাতে প্যান্ট আর শার্টের রং যেন কন্ট্রাস্ট তৈরি করে।

শরবত বা হালকা রং এর শার্ট

স্বচ্ছ রং থেকে দূরে থাকুন: শ্যামলা রংয়ের অধিকারীদের সম্পূর্ণ সাদা অথবা উজ্জ্বল রংয়ের পোশাক বাছাই না করাই ভালো। গায়ের রং খানিকটা চাপা হওয়ায় এসব রং সম্পূর্ণ বিপরীত ও অসামঞ্জস্যপূর্ণ দেখায়।  উল্টে গায়ের রং অনেকটা চাপা দেখায়। আর সাথে সাথে ওই শ্যামলা রং কে প্রকট করে তোলে 

হালকা প্রিন্টের পোশাক: ছাপা নকশার পোশাক যদি পছন্দ হয় তবে পরিষ্কার ও হালকা ছাপার পোশাক ব্যবহার করুন। অনেক বেশি রং ও ঘন ছাপা আছে এমন পোশাক কখনও ব্যবহার করবেন না। বরং নিজের গায়ের রংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অথবা চক রংয়ের প্রাধান্য আছে এমন পোশাক বাছাই করুন।খুব বেশি বড় ছাপার জামা একদমই এড়িয়ে চলুন।

হালকা প্রিন্টের শার্ট

সূর্যের আলোর সঙ্গে মানানস: অনেকেই গ্রীষ্মকালে উজ্জ্বল রংয়ের পোশাক পরতে পছন্দ করেন। তবে মনে রাখতে হবে এসময় অনেকবেশি উজ্জ্বল বা সূক্ষ্ণ রং পরা ঠিক নয়। বদলে সতেজ, শরবতের মতো হালকা ও মানানসই অন্যান্য রং বাছাই করতে পারেন এতে একদিকে যেমন দেখতে ভালো দেখায় তেমনি আরামদায়ক ও হয়। যদি দুই স্তর বিশিষ্ট পোশাক পরতে চান তাহলে খেয়াল রাখবেন যেন ভেতরের কাপড়টি উপরের সঙ্গে মানানসই হয়।

রঙিন মোজা: অদ্ভুত রংয়ের মোজার প্রচলন সবার সঙ্গে খুব একটা মানানসই নয়। তবে শ্যামলা রংয়ের অধিকারীরা বিপরীত ও রঙিন মোজা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। পোশাক নির্বাচনে খানিকটা বিবেচনার প্রয়োজন হলেও মোজা নির্বাচনে প্রয়োজন নেই। 

রঙিন মোজা

সব সময়ের জন্যই প্রযোজ্য: উষ্ণ ও শীতল রংয়ের সংমিশ্রণ, সাদার সঙ্গে মাটি বা খয়েরি রং, সাদা ও কালোর সংমিশ্রণ সবসময়ই সুন্দর। এসব রং ও রংয়ের সংমিশ্রণের পোশাক নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।  এখন অনেক রকম রং এর কন্ট্রাস্ট আমরা করতে শিখেছি। রোদচশমা: অফিস বা কর্মক্ষেত্রে ট্রাডিশনাল  ফ্রেমের রোদচশমাই ব্যবহার করুন। যেখানে রং ও হবে সাধারণত কালো,খয়েরী বা চিরাচরিত অন্যান্য রং। কিন্তু ঘুরতে যাওয়া বা কোনো হালকা অনুষ্ঠানে আমরা রংবেরঙের রোদচশমা ও নিতে পারি।তবে খেয়াল রাখবেন যেন পোশাক মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়। এই ধরনের চশমা সব রকমের পোশাকের সঙ্গেই মানিয়ে যায় ও আর চোখও রোদ থেকে রক্ষা পায়। চাইলে এর পরিবর্তে প্রতিফলক বা ‘রিফ্লেক্টরস গ্লাস’ও ব্যবহার করতে পারেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল