দূর্গতিনাশিনী

জয়ন্ত বাছাড়
1.5 রেটিং
995 পাঠক
রেটিং দিন
[মোট : 2 , গড়ে : 1.5]

পাঠকদের পছন্দ

মাগো এবার একটি কথা বলো

ফিরে এবার এসো ঘরে সময় হয়ে এলো ।

মোদের ছেড়ে থাকলে তো মা সারা বছর ধরে

এবার মাগো দাওনা দেখা মন যে কেমন করে।

ফিরে এসো আপন ঘরে আপন মহিমাতে

স্বর্গ ছেড়ে মর্তলোকে স্বামী পুত্র সাথে ।

ফিরে এসে দেখনা মা আমরা কেমন আছি

তোমার আসার অপেক্ষাতে আমরা মরি বাঁচি ।

আসবে তুমি এই ভেবে আর কেউ থাকেনা ঘরে

নতুন জামা নতুন জুতো পরবে নতুন করে ।

আসছো তুমি চর্তূদিকে আসছো তুমি আজ 

পেঁজা তুলোর মেঘের মাঝে কাশ ফুলের ঐ সাজ ।

গরিব দূঃখি সবাই সুখি যে যার আপন মনে

কত খুশির জোয়ার আসে তোমার আগমনে ।

প্রকৃতি সে বিমুখ হয়ে খেলছে যে তার খেলা

তবুও তোমরা হয়নি কভু একটু অবহেলা ।

অনেক দিনের পরে এবার আসতে তোমায় হবে 

তোমার সাথে আনন্দেতে মিলবে এবার সবে ।

মহালয়ার দিনটাতে মা তোমায় মনে পড়ে

একটি বছর পরে এবার আসছো আপন ঘরে ।

এই বারে মা তোমায় পাওয়া রাত্রে নাইকো ঘুম

তোমার পূজার অর্ঘ দিতে ধুনুচি নাচের ধুম ।

মহাষষ্ঠীর সকাল বেলা পাঞ্জাবি আর ধুতি

দুর্গতদের কাপড় দেওয়া খদ্দরি আর সুতি ।

বেলপাতা আর ফুলের মেলা কমল সারি-সারি

সাজলে মাগো তোমায় দেখি অশুভ সংহারী ।

সপ্তমী তে রূপের ছটা লাগলো তোমার মুখে

তাই দেখে মা সবাই খুশি নাইবা থাকি সুখে ।

অষ্টমী রাত হাসি খুশির সবার হুড়োহুড়ি

রিঙ্কু, তাতাই, লাল্টু সোনাই বৃদ্ধ জোয়ান বুড়ি ।

নবমীতে মান অভিমান কোরো নাগো আর 

আর মাত্র আরেকটি রাত ফিরতে হবে আবার ।

তাই বলে মা কোরো না রাগ আমরা তো নয় পর

যতই দূরে যাওনা কেন এই তো তোমার ঘর ।

ফিরে যাবার দিন টা এলো বিজয় দশমী 

ফিরে যাবে সঙ্গে নিয়ে পূত্র কন্যা-স্বামী ।

যাবার বেলায় আজকে মাগো অশ্রু চোখে ঝরে

কথা দাও মা আসছে বছর আসবে আবার ফিরে ।।

———————————————————————————–

চিত্র সৌজন্য : গুগল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল