বুকের ভিতর চিলতে সুখ…

লিপিকা (শ্রীতমা) দেবনাথ
0 রেটিং
998 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

আজ নতুন সূর্যের আবদার টুকু,
ফেলতে পারলাম না।

কিছু মন খারাপ মেশানো স্মৃতি,
আর কিছু আবছা আলোর প্রীতি।

নিয়ম শুধু ভালোবাসাতে,
তবু ও বাঁচি আলো আশাতে।

সবাই বলে এভাবে ই বাঁচতে হয়,
সব অভ্যেস ভুলে যেতে হয়।

অনিয়মের ঘরে ঘরে নিয়মের বেড়াজাল,
পারবে তুমি থাকতে ভুলে।

সত্যি করে একবার টি বলো?

কেন এমন করে ওলট পালট,
করে গেলে আমার অবসর।

আমার শহরের বিভিন্ন ব্যস্ততা !

সব টা একা করে দিয়ে গেলে,
আর খুঁজে পাবে না আমায়।

তোমার বিরহ ফাল্গুনে,
অসময়ের আগুনে॥

আমি যে আমিতে আমাকে
খুঁজে নিয়েছি,
আর একটুও ভেবো না অযথা
সময়ের ভিড়ে।

সোহাগ নদী পার হয়ে যায়,
অবহেলার সুরে সুরে।

তোমার কঠিন হৃদয় দিয়ে,
সোহাগ টুকু আর আসে না॥

       ✍️শ্রীতমা
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল