গ্রীষ্ম মানে আমার কাছে খর-তপ্ত
নিরালা দ্বিপ্রহর;
গ্রীষ্ম মানে আমার কাছে চিলতেখানিক
স্নিগ্ধ ভোর;
গ্রীষ্ম মানে আমার কাছে রৌদ্রদীর্ণ মাঠের বুকে
নিঃস্ব হাওয়ার উদাস হাহাকার;
গ্রীষ্ম মানে আমার কাছে পঁচিশের দুয়ার ছুঁয়ে
ফিরে ফিরে আসা রবীন্দ্রনাথ….
-নবনীতা