~~~ আমার ভালবাসা ~~~

প্রসেনজিৎ ঘোষ
5 রেটিং
1075 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

                          | ১ |

একটিবার শুধু দেখেছিলাম তাঁকে!

তাই মনের মধ্যে গভীর ভাবে এঁকে গেছে তার ছবি।

ফর্সা,মাঝারি গরণ,বেঁটে হাইট,নদ পড়া,একটু মোটাসোটা।

গালগুলো যেনো ফোলা ফোলা,কোমল সুর,

মিষ্টি হাসি, স্নিগ্ধ নয়ণ, আর রঙিন কেশ।

ঠিক যেনো পটের সাজানো জ্যান্ত স্বরস্বতী।

                          | ২ |

আজও বেশ মনে পড়ে যেদিন কাঁধে ব্যাগ ঝুলিয়ে

ট্রাম থেকে ” ও ” প্রথম নামছিল।

আমি ঠিক পাশেই ছিলাম – খেয়াল করেনিই।

পরিচয় ছিল নাতো তাই।

সেদিনের পর আজ বহুদিন কেটে গেছে –

গঙ্গা দিয়ে বয়ে গেছে বহু জল সাগরের বুকে।

অনেক টানাপোড়ন ঝড় আমার বুকেও বয়েছে।

মান অভিমান সুখ দুঃখ পালা করে এসেছে – গেছে

কিন্তু তার চোখ দুটো সরেনি এ-চোখ থেকে।

                       | ৩ |

আজ হঠাৎ আবার তার সাথে দেখা হলো –

ট্রামেই  ! – কলেজ স্ট্রিট এর মোড়ে।

ছেলের বই কিনতে এসেছিল, গাড়িতে চড়ে।

পরিচিত পুরনো দোকানে বসে  “চা” খেল স্বভাব মত।

বকশিস ও দিল রীতিমতো।

আমি পাশেই দাড়িয়ে ছিলাম – ব্যাগ কাঁধে।

চুরুটের শেষ টানটা দিচ্ছিলাম।

কিন্তু না, সে আজও আমায় চিনতে পারেনি।

চিনতে পারেনি মলাটের তলায়,

চাপা পড়ে যাওয়া সেদিনের স্মৃতি গুলো।

হয়তো কলকাতার নতুন ধূলোয় আর

আমার মুখ নির্গত একরাশ ধোঁয়ায়,

ঝাপসা হয়ে গেছিলো –

আমার ভালবাসা।



চিত্র সৌজন্য : গুগল ,photofunia.com, http://funny.pho.to


আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল