অগোচর

সোমা ঘোষ
5 রেটিং
1571 পাঠক
রেটিং দিন
[মোট : 1 , গড়ে : 5]

পাঠকদের পছন্দ

পৃথিবীর এখন বেড়েছে বয়স
সম্পর্কে ধরেছে ঘুন
সোজা মেরুদণ্ড ভাঙ্গতে চায় সবাই
তারুন্যের চোখে শুধুই ঘুম।
সরুএকটা তারে বিন্দু বিন্দু জল
ব্যালেন্সের খেলা সবটাই
একটু বেসামাল হয়েছো কি –
নিচে গভীর গিরিখাদ  ।
ছবিটা ঝাপসা হয় ধীরে ধীরে
কিছুটা অগোচরে
হঠাৎ একটা জোর ধাক্কা
সবকিছু অন্ধকারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল