স্বপ্নের দেশে

অজিতাভ সাহা
0 রেটিং
994 পাঠক
রেটিং দিন
[মোট : 0 , গড়ে : 0]

পাঠকদের পছন্দ

রাত ভোলানোর গানগুলো খুব মনে পড়ে, টিপটিপ বৃষ্টির সুরে রঙবেরঙের স্বপ্ন দেখতাম -- 
সে স্বপ্ন গুলো সব এলোমেলো করে দিত,আমি চাইতাম বলেই দিত,,
সেই রঙের আঁচড় ক্ষতবিক্ষত করত অন্দর, করবে বলেই করত --
তবু সেই স্বপ্ন-সেই রঙ আমার প্রিয়,আজও আগলে রাখা,,
আজও আগলে রাখা সেই কবিতার খাতা,যেখানে বর্ণিত হয়েছে কত বৃষ্টির গান, বর্ণিত হয়েছে কত হৃদয়-- 

রাত গড়িয়ে সকাল হয়ে যায়, মাটির সোঁদা গন্ধ তখনও আমার রন্ধ্রে রন্ধ্রে,,
হ্যাঁ সেই চেনা গন্ধ,সেই চেনা সুর--
আর সেই চেনা আমি ।।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন:

রেটিং ও কমেন্টস জন্য

নতুন প্রকাশিত

হোম
শ্রেণী
লিখুন
প্রোফাইল