আমরণ মানুষ বাঁচতে চেয়েছে দেবতার স্বভাবে
প্রতিটি মুহূর্ত বশিকরণের লোভে
দেবতাকে তুষ্ট করে ছুটেছে স্বর্গলোকে
দক্ষ দাবাড়ুর মতো চেলেছে প্রত্যেক ঘুঁটিকে।
যমরাজের থেকে মৃত্যু ছিনিয়ে কখনও দেবব্রত
একটি জীবন নিয়ে মৃত্যুকেও করেছে বিব্রত
তথাপি পরিবর্তন ঘটেছে স্বাভাবিক নিয়মে
ব্রহ্মার আশীর্বাদের অপভ্রংশক্রমে।
যেভাবে পৃথিবীর কক্ষপথে সূর্য অস্ত উদয়
প্রত্যহ জীবন মাঝে প্রতিদিনগত পাপক্ষয়
তবুও হায় মানুষ বাঁচতে চেয়েছে নৃপতির ন্যায়
জীবনের রাজদণ্ড একান্তভাবে পাবার আশায়
আদি কালের যে শুরু তার উৎস হতে
ইচ্ছা মৃত্যু চেয়েছে শুধু মানুষ জগতে
কিন্তু আদিত্য হেসেছে আর হেসেছে সময়
যদি মরণের পরেও কোনও দ্বিতীয় মরণ হয়।
We sell high quality replica Omega watches including AAA+ replica Omega watches, Moonwatch, Seamaster, Speed MAAA 1:1 Omega clone watches.
Check out our replica rolex watches for the very best in unique , from our shops.
UK Swiss movement japan replica watches at affordable prices can be find from this website.
Khub Bhalo. Keepit up.
Khub Bhalo.